I See The Promised Land (আই সি দ্য প্রমিসড ল্যান্ড)

এই গ্রাফিক নভেলটির বিষয় মার্টিন লুথার কিং-এর জীবন। প্রাসঙ্গিক ভাবেই পটভূমিকায় উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস আন্দোলনের কথা। দুই ধারার চাঞ্চল্যকর আখ্যান-বুননের অভিজ্ঞান স্পষ্ট হয় এই প্রয়াসে। আফ্রিকান আমেরিকান লেখক আর্থার ফ্লাওয়ার্স এবং গ্রিওট গীতিময় গদ্যে প্রকাশ করেছেন কাহিনী, আর সাথে সাথে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের পটশিল্পী মনু চিত্রকরের একের পর এক বাঙ্ময় চিত্রকল্প। এর-ই মাধ্যমে কিং-এর জীবনের নানান প্রবাদপ্রতিম আলেখ্য তাদের যথার্থ ব্যঞ্জনা ও নাটকীয়তা সহ ফুটে উঠেছে। এই উপস্থাপনায় কিং-এর লড়াই পেয়েছে এক আন্তর্জাতিক প্রেক্ষিত।