×

কর্মশালা

নয়া, পিংলা, নভেম্বর 15, 2019

ছোট বড় সবার কাছে পটমায়া উৎসব হল নিজের হাতে রঙ বানানো এবং নিজস্ব কাহিনি ছবিতে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। স্থানীয় শিল্পীরা মেলাপ্রাঙ্গণে নানা ধরণের কর্মশালার আয়োজন করেন। সবচেয়ে আকর্ষণীয় হল, রঙ বানানোর কর্মশালা। সেখানে পটুয়ারা পাতা, ফুলের মত প্রাকৃতিক উপাদান থেকে কীভাবে রঙ বানাতে হয় এবং তা দিয়ে কীভাবে ছবি আঁকতে হয় তা শেখান। অংশগ্রহণকারীরা তাদের কাজগুলি বাড়িতেও নিয়ে যেতে পারেন।

মেলায় ছোটদের জন্য একটা গেম কর্নারও থাকে। সেখানে ছোটরা একা বা দল বেঁধে সুদোকু, জিগশ পাজলের মত নানা খেলায় অংশ নিতে পারে। ছোটরা পরিচিত হতে পারে পটের নানা আকার এবং রঙের সঙ্গে। খেলাচ্ছলেই পৌঁছতে পারে একটা ঐতিহ্যের উৎসে।