×

পিংলার পটুয়াদের সবচেয়ে বড় উৎসব তিনদিন ব্যাপী গ্রামীণ পটের মেলা পট মায়া। এই গ্রামীণ উৎসব শুরু হয়েছে ২০১০ সাল থেকে। পট কেনা বেচা ছাড়া বাংলার নানা প্রান্তের শিল্পীদের লোকসাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় ব্যক্তিরাই শুধু নন, কলকাতার বাসিন্দাদের মধ্যেও অনেকেও অধীর আগ্রহে এই উৎসবের জন্য অপেক্ষা করতে থাকেন। বিদেশ থেকেও অতিথিরা গ্রামে আসেন এই সময়ে। ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে ৩ জানুয়ারী, ২০২১ পর্যন্ত শিল্পীরা পিংলার নয়া গ্রামে ফুল-পাতা থেকে প্রাকৃতিক রং তৈরী ও পটচিত্র আঁকার পদ্ধতি প্রদর্শন করবেন এবং পটের গান শোনাবেন। সকলকে সাদর আমন্ত্রণ।

পটমায়া ২০১৮

পট মায়া ২০১৮ অনুষ্ঠিত হয়েছিলো ১৬ই থকে ১৮ই নভেম্বর তারিখে।

পিংলা
নভেম্বর 30, 2018
আরও জানুন

পটমায়া ২০১৭

পটমায়া ২০১৭তে নয়ার পটুয়ারা তাঁদের বাড়িগুলি তাঁদের শিল্প দিয়ে সাজিয়ে যেন প্রদর্শনীশালার মতো করে তুলেছিলেন।

Pingla
নভেম্বর 30, 2017
আরও জানুন
1 2 3