×

স্বর্ণ চিত্রকর

স্বর্ণ চিত্রকর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একজন পটুয়া যিনি পটশিল্পের ঐতিহ্য ধারণ ও বহন করে চলেছেন। তাঁর জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রামের এক পটুয়া পরিবারে। এখন তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি। তিনি আশৈশব পটশিল্পী হিসেবে কর্মরতা। তিনি ১৯৯৪ সালে একটি রাজ্য স্তরের পুরস্কার পান। বিগত দুই দশকে, তাঁর শিল্প দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। ২০১৮র গ্রীষ্মকাল অবধি হিসেব করলে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচবার, ইংল্যাণ্ডে দুবার এবং ফ্রান্স, ইটালি, জার্মানি ও সুইডেনে একবার করে গিয়েছেন তাঁর শিল্পকলা প্রদর্শন করতে, অন্যান্য শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করতে এবং আবাসিক (রেসিডেন্সি) প্রোগ্রামে অংশগ্রহণ করতে। শিল্পবোদ্ধা এবং সংগ্রাহকরা স্বর্ণর ছবি সংগ্রহ করেন। স্বর্ণ চিত্রকর তাঁর পটে কিভাবে করোনা অতিমারীকে তুলে ধরেছেন তা নিয়ে ব্লগ লিখেছেন সেন্টার ফর ফোকলাইফ এন্ড কালচারাল হেরিটেজের কিউরেটর বেটি বেলেনাস।

স্বর্ণ চিত্রকর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একজন পটুয়া যিনি পটশিল্পের ঐতিহ্য ধারণ ও বহন করে চলেছেন। তাঁর জন্ম পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রামের এক পটুয়া পরিবারে। এখন তাঁর বয়স পঞ্চাশের কাছাকাছি। তিনি আশৈশব পটশিল্পী হিসেবে কর্মরতা। তিনি ১৯৯৪ সালে একটি রাজ্য স্তরের পুরস্কার পান। বিগত দুই দশকে, তাঁর শিল্প দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে। ২০১৮র গ্রীষ্মকাল অবধি হিসেব করলে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচবার, ইংল্যাণ্ডে দুবার এবং ফ্রান্স, ইটালি, জার্মানি ও সুইডেনে একবার করে গিয়েছেন তাঁর শিল্পকলা প্রদর্শন করতে, অন্যান্য শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করতে এবং আবাসিক (রেসিডেন্সি) প্রোগ্রামে অংশগ্রহণ করতে। শিল্পবোদ্ধা এবং সংগ্রাহকরা স্বর্ণর ছবি সংগ্রহ করেন। স্বর্ণ চিত্রকর তাঁর পটে কিভাবে করোনা অতিমারীকে তুলে ধরেছেন তা নিয়ে ব্লগ লিখেছেন সেন্টার ফর ফোকলাইফ এন্ড কালচারাল হেরিটেজের কিউরেটর বেটি বেলেনাস।

telling

বৃক্ষরোপন

বৃক্ষরোপন

স্বর্ণ চিত্রকর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব বর্ণনা করেছেন তাঁর এই পটে।

নীলবিদ্রোহ

নীলবিদ্রোহ

স্বর্ণ চিত্রকর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকর সাহেবদের বিরুদ্ধে নীলচাষীদের বিদ্রোহের কথা তুলে ধরেছেন তাঁর এই পটে।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

স্বর্ণ চিত্রকর করোনা ভাইরাসের ভয়াবহতার কথা তুলে ধরেছেন তাঁর এই পটে।

পটচিত্রে জিআই

পটচিত্রে জিআই

স্বর্ণ চিত্রকর বাংলার পটচিত্রের জিআই বা জিওগ্রাফিকাল ইন্ডিকেশন প্রাপ্তি ও তার গুরুত্বের কথা তুলে ধরেছেন তাঁর এই পটে।

Products

the artist

স্বর্ণ চিত্রকর

৯৭৩২৭৯৯১০৭    

স্বর্ণ চিত্রকর