×

সোনালী চিত্রকর

সোনালী চিত্রকর তাঁর মা প্রতিষ্ঠিত পটশিল্পী স্বর্ণ চিত্রকরের তালিমে শৈশবেই পট আঁকা শুরু করেন। তিনি চৌক ও জড়ান পটে রামায়ণ মহাভারতের মত ঐতিহ্যগত বিষয়বস্তু এবং পশ্চিমবঙ্গ সরকারের কণ্যাশ্রী প্রকল্প, লিঙ্গ বৈষম্য, ২০১২-র নির্ভয়া ধর্ষণ কাণ্ড, ৯/১১ এবং ২০০৪ এর সুনামির মত সমসাময়িক ও সামাজিক বিষয়বস্তু নিয়েও পট আঁকেন। ঐতিহ্যগত পট ছাড়াও সোনালী পটের মোটিফে শাড়ি, ছাতা, কেটলি ইত্যাদি তৈরি করেন। তিনি কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, পুনে ও বেঙ্গালুরুতে তাঁর শিল্প প্রদর্শন করেছেন।

 

সোনালী চিত্রকর তাঁর মা প্রতিষ্ঠিত পটশিল্পী স্বর্ণ চিত্রকরের তালিমে শৈশবেই পট আঁকা শুরু করেন। তিনি চৌক ও জড়ান পটে রামায়ণ মহাভারতের মত ঐতিহ্যগত বিষয়বস্তু এবং পশ্চিমবঙ্গ সরকারের কণ্যাশ্রী প্রকল্প, লিঙ্গ বৈষম্য, ২০১২-র নির্ভয়া ধর্ষণ কাণ্ড, ৯/১১ এবং ২০০৪ এর সুনামির মত সমসাময়িক ও সামাজিক বিষয়বস্তু নিয়েও পট আঁকেন। ঐতিহ্যগত পট ছাড়াও সোনালী পটের মোটিফে শাড়ি, ছাতা, কেটলি ইত্যাদি তৈরি করেন। তিনি কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, পুনে ও বেঙ্গালুরুতে তাঁর শিল্প প্রদর্শন করেছেন।

 

telling

কৃষ্ণলীলা

কৃষ্ণলীলা

এই পটের গানে শিল্পীরা রাধাকৃষ্ণের প্রেমের কথা বলেছেন।

Products

the artist

সোনালী চিত্রকর

৬২৯৪৭৫২১৯৯    

সোনালী চিত্রকর