×

মণিমালা চিত্রকর

মণিমালা চিত্রকর তাঁর পিতামহ দুখুশ্যাম চিত্রকরের তালিমে শৈশবে পট আঁকা শুরু করেন। তিনিই নয়ার প্রথম মহিলা পটশিল্পী যে তাঁর গ্রামের বাইরে গিয়েও পটশিল্পের নিরন্তর সাধনা করে চলেছেন। বিয়ের পর শ্বশুরবাড়ি চণ্ডিপুরের স্থানীয় অনেক শিল্পীকে পটশিল্পে তালিন দেন মণিমালা। নয়াতেও করে গেছেন কাজ। এমনকি নয়ায় একটি যাত্রাপালাতেও অভিনয় করেছেন তিনি। মণিমালা শান্তিনিকেতন, দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু ও ভোপালে তাঁর কাজ নিয়ে গিয়েছেন। ভোপালের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়-র গ্যালারিতে তাঁর কাজ প্রদর্শিত হয়। ভারতের বাইরেও নানান দেশে ভ্রমণ করে এই শিল্পী ২০০১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পদক পান।

 

মণিমালা চিত্রকর তাঁর পিতামহ দুখুশ্যাম চিত্রকরের তালিমে শৈশবে পট আঁকা শুরু করেন। তিনিই নয়ার প্রথম মহিলা পটশিল্পী যে তাঁর গ্রামের বাইরে গিয়েও পটশিল্পের নিরন্তর সাধনা করে চলেছেন। বিয়ের পর শ্বশুরবাড়ি চণ্ডিপুরের স্থানীয় অনেক শিল্পীকে পটশিল্পে তালিন দেন মণিমালা। নয়াতেও করে গেছেন কাজ। এমনকি নয়ায় একটি যাত্রাপালাতেও অভিনয় করেছেন তিনি। মণিমালা শান্তিনিকেতন, দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু ও ভোপালে তাঁর কাজ নিয়ে গিয়েছেন। ভোপালের ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়-র গ্যালারিতে তাঁর কাজ প্রদর্শিত হয়। ভারতের বাইরেও নানান দেশে ভ্রমণ করে এই শিল্পী ২০০১ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পদক পান।

 

telling

রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ

এই পটের গান ও পটচিত্রের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, তাঁর সৃষ্টি, কৃষ্টি ও কীর্তির প্রতি আলোকপাত করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়েছে।

চন্ডীমঙ্গল

চন্ডীমঙ্গল

এই পটচিত্রে চন্ডীমঙ্গলের গল্প বলা হয়েছে। মঙ্গলকাব্যের অন্তর্গত চন্ডীমঙ্গল মানুষের সত্যনিষ্ঠা ও ভক্তির জয়গান গায়।

Products

the artist

মণিমালা চিত্রকর

৯৮০০০০৯৫৫৬    

মণিমালা চিত্রকর