প্রবীণ পটশিল্পী গুরুপদ চিত্রকর পশ্চিম বঙ্গের জনপ্রিয়তম পটশিল্পীদের একজন। অল্প বয়সে পিতৃবিয়োগের পর থেকে তিনি পট আঁকছেন ও পটের গান গাইছেন। মাত্র ১১ বছর বয়সে প্রথমবার তিনি তাঁর শিল্প প্রদর্শন করেন আসানসোলের একটি পর্যটন মেলায়। গুরুপদ চিত্রকর সমান দক্ষতার সাথে পট আঁকেন ও পটের গান গান। তিনি ঐতিহ্যগত বিষয় ও আধুনিক বিষয় দুই নিয়েই পট আঁকেন ও পটের গান গান। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই ও বেঙ্গালুরু-তে তাঁর শিল্প প্রদর্শিত হয়েছে, যেমন হয়েছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন ও ইটালিতে, ১৯৯৭ সালে গুরুপদ চিত্রকর কলাশ্রী পুরস্কার পান এবং ২০০৪ সালে পান জাতীয় পুরস্কার।