×

বাহাদুর চিত্রকর

বাহাদুর চিত্রকর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রামের একজন অগ্রগণ্য পটচিত্র শিল্পী। তিনি পরম্পরাগত ভাবে তাঁর বাবামায়ের কাছে পটশিল্প শেখেন। তিনি ঘর সাজানোর উপকরণ এবং কাপড়ের পোষাকে শিল্পকর্ম প্রকাশে পারদর্শী। বাহাদুর চিত্রকর স্কুল এবং কলেজে বিভিন্ন কর্মশালা পরিচালনা করেছেন। এছাড়াও তিনি দিল্লি, মুম্বই এবং মস্কো শহরেও তাঁর শিল্পকলা প্রদর্শন করেছেন।

বাহাদুর চিত্রকর একক প্রচেষ্টায় একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন তাঁর বাড়িতে। বিভিন্ন ধরণের মুখোশ, পুতুল, কাঁথা, পটচিত্র সহ বহু জিনিস তিনি সংগ্রহ করেছেন অনেকদিন ধরে। পিংলা বেড়াতে এলে অনেকেই তাঁর এই সংগ্রহশালাটি ঘুরে দেখেন।

বাহাদুর চিত্রকর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রামের একজন অগ্রগণ্য পটচিত্র শিল্পী। তিনি পরম্পরাগত ভাবে তাঁর বাবামায়ের কাছে পটশিল্প শেখেন। তিনি ঘর সাজানোর উপকরণ এবং কাপড়ের পোষাকে শিল্পকর্ম প্রকাশে পারদর্শী। বাহাদুর চিত্রকর স্কুল এবং কলেজে বিভিন্ন কর্মশালা পরিচালনা করেছেন। এছাড়াও তিনি দিল্লি, মুম্বই এবং মস্কো শহরেও তাঁর শিল্পকলা প্রদর্শন করেছেন।

বাহাদুর চিত্রকর একক প্রচেষ্টায় একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন তাঁর বাড়িতে। বিভিন্ন ধরণের মুখোশ, পুতুল, কাঁথা, পটচিত্র সহ বহু জিনিস তিনি সংগ্রহ করেছেন অনেকদিন ধরে। পিংলা বেড়াতে এলে অনেকেই তাঁর এই সংগ্রহশালাটি ঘুরে দেখেন।

telling

কৃষ্ণলীলা

কৃষ্ণলীলা

এই পটের গানে শিল্পীরা রাধাকৃষ্ণের প্রেমের কথা বলেছেন।

Products

the artist

বাহাদুর চিত্রকর

৯৭৩৪৫৩৬৩৮৮    

বাহাদুর চিত্রকর